৮ চেয়ারম্যান ও ২৬ ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১১ মার্চ ২০১৯

হবিগঞ্জের আটটি উপজেলায় আটজন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান আটজন ছিলেন।

তবে সবচেয়ে বেশি জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন নবীগঞ্জে। এ উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে একমাত্র বিজয়ী প্রার্থী ছাড়া বাকি আটজনই জামানত হারিয়েছেন। তবে সদর উপজেলায় কোনো প্রার্থী জামানত হারাননি।

বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন- চুনারুঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল করিম ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আজিজুর রহমান, লাখাইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিক আহমেদ, বানিয়াচংয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, নবীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা ছরওয়ার, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আবু ছালেহ ও জাতীয় পার্টি প্রার্থী হায়দর মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন- আজমিরীগঞ্জে আব্দুল জলিল, শাহ বাহার উদ্দিন, মনিরুজ্জামান মনু, অসীম চৌধুরী সাগর, জাহিদ হাসান জীবন, হিরেন্দ্র পুরকায়স্থ, নাজমুল হাসান, হিফজুর রহমান, বাহুবলে শশাংক রঞ্জন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া, এসএম শফিকুল ইসলাম তালুকদার, ফিরোজ আলী মিয়া, নিহার রঞ্জন দেব, বানিয়াচংয়ে আবু আশরাফ চৌধুরী বাবু, মন্টু লাল দাশ, হাজী আবেদুল ইসলাম, নবীগঞ্জে মোস্তাক আহমদ ফোরকানী ও জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আহমদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারানো প্রার্থীরা হলেন- আজমিরীগঞ্জে আলিমা খাতুন, মাধবপুরে নাজমা পাঠান, মরিয়ম বেগম বাবুনী, চুনারুঘাটে শাহেনা আক্তার চৌধুরী, বাহুবলে জ্যোৎস্না আক্তার, লাখাইয়ে ফয়েজুন্নেছা বেগম, হেনা আক্তার ও নবীগঞ্জে সাজেদা মজিদ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।