বান্দরবানে বাসন্তী চাকমার পদত্যাগের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৪ মার্চ ২০১৯

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা সংসদে দাঁড়িয়ে উগ্র সাম্প্রদায়িক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন দাবি করে তার পদত্যাগ দাবি করছেন বান্দরবানের পার্বত্যবাসী নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এমপির পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। এ সময় অর্ধশতাধিক নারী-পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির নেতা মো. আলী, আরাফাত এবং মিজানুর রহমানসহ আরও অনেকে।

মিজানুর রহমান বলেন, সাংসদ বাসন্তী চাকমা সংসদে দাঁড়িয়ে মিথ্যা এবং বানোয়াট বক্তব্য দিয়েছেন। তাই সংসদে দাঁড়িয়ে তাকে নিজের ভুল স্বীকার করতে হবে।

সৈকত দাশ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।