ফেনীর নীরস ভোটে রস জোগাচ্ছে ইভিএম
ফেনীতে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর ৬টি উপজেলার মধ্যে শুধুমাত্র সদরে ইভিএম পদ্ধতি ব্যাবহৃত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নিরুত্তাপ এ ভোট উৎসবে ফেনী সদর উপজেলায় ইভিএম নিয়ে কিছুটা উৎসাহ রয়েছে তরুণ ভোটারদের মাঝে। ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার কথা জানিয়েছেন অনেকে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে ফেনী সদর উপজেলা। এ উপজেলায় এবারের নির্বাচনে ৩ লাখ ৪৮ হাজার ২৫৬ জন ভোটার তাদের অধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ৭২ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ১৮৪ জন নারী। মোট ১২৭টি ভোট কেন্দ্রের ৮৮২টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৩১ মার্চের নির্বাচনে ভোটাররা শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোট দিতে পারবেন। এ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক একেএম শহীদ খোন্দকার ও ফেনী সদর উপজেলা মহিলা লীগের সভাপতি জোসনা আরা বেগম জুসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান বিকম (নৌকা) ও সাবেক যুবলীগ নেতা এম আজহারুল আরজুকে (আনারস) মার্কায় ভোট দিতে পারবেন ভোটাররা।
এ বিষয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম আজহারুল হক আরজু বলেন, যে পদ্ধতিতেই ভোটগ্রহণ হোক না কেন প্রথমে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী জানান, ফেনীর ৬ উপজেলার মধ্যে একটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাশেদুল হাসান/এফএ/এমএস