দীঘিনালায় তিন প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৮ মার্চ ২০১৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান প্রার্থী সমানন্দ চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী গোপা দেবী।

সোমবার দুপুর ২টার দিকে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থিত এ তিন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির আট উপজেলায় ১৭৫ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।