বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পানে বাবা-ছেলের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৯ মার্চ ২০১৯
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী রেলগেটস্থ হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বাংলা মদ পান করে একই দিনে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।

হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।