রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বিরোধে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার কাহিনা এলাকায় এ ঘটে ঘটনা। আহতদের মধ্যে মোতালিব মিয়া, মাহমুদা বেগম, কুদ্দুস মিয়া, রেহেনা আক্তার, রোকেয়া বেগম, আব্দুর নুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসী এলাকার মোতালিব মিয়ার সঙ্গে কুদ্দুস মিয়ার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে বেলা ১১টার দিকে মোতালিব মিয়াসহ তার লোকজন কুদ্দুস মিয়ার পরিবারের উপর হামলা চালায়।
এ সময় কুদ্দুস মিয়ার লোকজনও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেয়। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর আব্দুল আলীম/এআরএ/আরআইপি