বড়াইগ্রামের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর কায়েমকোলা গ্রামের যুবক মাহবুর রহমান (৩৪) মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ওই দেশের সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় প্রাইভেটকারের চাপায় তার মৃত্যু হয়। তিনি কায়েমকোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিহতের আত্মীয়রা জানান, মাহবুর ২০১৮ সালের ১২ ডিসেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি দেন। তিনি সেখানে ইনকু ফাইবার পিন কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সাত বছরের এক ছেলে রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার দিবাগত রাত ১২টায় তার মরদেহ বাংলাদেশে আসবে। আগামীকাল শনিবার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।