মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৫ এএম, ০৬ এপ্রিল ২০১৯

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূল বাহারছড়া দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যেতে প্রস্তুতি নেয়া ১১৫ রোহিঙ্গা নারী-শিশু ও পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং ও শামলাপুর পাহাড়ি সড়কের ঢালা থেকে তাদের আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটকদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯ নারী ও ২৬ জন শিশু রয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি ঢালায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্প থেকে ১২টি সিএনজিযোগে এসে সাগরপাড়ের কাছাকাছি অবস্থান নিয়েছিল। রাত হলেই দালালের খপ্পরে পড়ার সম্ভাবনা ছিল তাদের।

তিনি আরও জানান, তারা উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী এবং টেকনাফ উপজেলার শামলাপুর, উনচিপ্রাং ও লেদা ক্যাম্পের রোহিঙ্গা। তাদের মানবিক সহায়তা দিয়ে নিজ নিজ ক্যাম্পে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবারও মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে ১৯ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে মহেশখালী থানার পুলিশ।

সায়ীদ আলমগীর, কক্সবাজার

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।