নিজের ওষুধ ভেবে মুরগির ওষুধ সেবন, অতঃপর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৭ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

ছেলেকে বিয়ে দিয়েছেন একদিন আগে। বাড়ি ভর্তি মেহমান। দম ফেলার ফুসরত নেই পঞ্চাশোর্ধ আলেয়া বেগমের। কাজ করতে করতে নিজের শরীর খারাপ লাগার বিষয়টি বুঝতে পারেন নিজেই। তাই অসুস্থ আলেয়া বেগম সুস্থতার জন্য সেবন করেন ওষুধ।

কিন্তু কে বা কারা তার ওষুধের পাশেই রেখে যায় মুরগির ওষুধ। আর ভুল করে নিজের ওষুধ ভেবে মুরগির ওষুধ সেবন করেন তিনি। মঙ্গলবার সকালের এ ঘটনার পর আর বাঁচানো যায়নি তাকে। আলেয়া বেগম বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকার মো. মোশাররফ হোসেন মৃধার স্ত্রী।

নিহতের ছেলে মো. ফয়সাল জানান, মঙ্গলবার সকালে ভুলক্রমে মুরগির ওষুধ সেবন করার পর তার মাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের চিকিৎসকরা তার পেট ওয়াশ করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।