বাড়ি বাড়ি গিয়ে ছয়টি বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই দিনে ছয়টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় ছয়জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ছেলে বা মেয়ের বিয়ে দেবে না মর্মে বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ বাল্য বিয়েগুলো বন্ধ করা হয়। অভিযানে সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান সবুর শেখ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা ও আনসার ব্যাটালিয়নের পিসি নুরুল ইসলাম অংশ নেন।

marry

সদর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কালিয়া হরিপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের আব্দুল আলীমের মেয়ে তেঁতুলিয়া চুনিয়াহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী খাদিজা খাতুনের (১৫) সঙ্গে কাদাই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রাসেলের (২১) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মানিক শেখের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিষ্টি খাতুন (১১) ও ছাইফুল ইসলামের ছেলে সিরাজ উদ্দিনের (২২) বাল্য বিয়ে বন্ধ করা হয়।

বিকেলে শহরের চক কোবদাসপাড়া মহল্লার তাইজুল ইসলামের মেয়ে হৈমাবালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া খাতুনের (১৩) সঙ্গে হরিনা গোপাল আদর্শ গ্রামের আব্দুর রহমানের ছেলে লাদেনের (২৪) বিয়ের আয়োজন চলাকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজি পালিয়ে যান। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ সময় বর লাদেন শেখ ও কনের মা রুমা খাতুনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

marry

রাত সাড়ে ১০টার দিকে শহরের মালশাপাড়ায় মহল্লার আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি খাতুন (১৩) ও রানীগ্রামের আব্দুস সালামের ছেলে শামীম আহমেদের (২৭) বাল্য বিয়ে বন্ধ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনের বাবা প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রাত ৮টার দিকে কাওয়াখোলা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে অভিযান চালিয়ে শুকুর আলীর মেয়ে ও গোরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শিউলি খাতুন (১২) এবং ঘুড়কা এলাকার উজ্জ্বল হোসেনের ছেলে মুরলীর (১৫) বিয়ে বন্ধ করা হয়। এ সময় বর ও কনের বাবা প্রত্যেককে পাঁচ হাজার করে জরিমানা করা হয়।

marry

রাত সাড়ে ১১টার দিকে সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামের ইদ্রিস প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে রত্না খাতুন (১৩) ও রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে চান মিয়ার (২৭) বাল্য বিয়ে বন্ধ করা হয়।

সহকারী কমিশনার (এসিল্যান্ড) আনিসুর রহমান বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।