রেল স্টেশনের পাশে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:২৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯

সিরাজগঞ্জে মোহন শেখ (৫৫) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে রায়পুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহন পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ২ নং গলির মৃত হায়াত আলীর ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, প্রায় ১০টি মাদক মামলার আসামি মোহন শেখ মাসখানেক আগে জেল থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। কয়েক দিন ধরে মাদক বিক্রির বকেয়া লেনদেন নিয়ে অপর একটি গ্রুপের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সোমবার গভীর রাতে চর রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাদক বিক্রেতা মোহন শেখ।

ওসি আরও জানান, ভোরে রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।