লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৩ মে ২০১৯

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। তিন উপজেলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এ ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে কয়েকশ হেক্টর ইরি ধান। বৃহস্পতিবার রাতে জেলার কালীগঞ্জ, পাটগ্রাম ও হাতীবান্ধায় এ ঝড় হয়।

এছাড়াও ঝড়ের সঙ্গে থেমে থেমে চলা শিলাবৃষ্টিতে উঠতি ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। প্রচণ্ড বেগে আঘাতহানা ঝড়ে ঘরবাড়ি উড়ে গেছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও তার। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিস্তার চরাঞ্চলগুলোতে। সেখানে ভুট্টা চাষিরা হতাশ হয়ে পড়েছেন। ঝড়ের কারণে লালমিনহাট-বুড়িমারী মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।

মদাতী ইউনিয়নের বাসীন্দা নুর আলম জানান, মদাতী ইউনিয়নের বেশিরভাগ গ্রামের ঘর ভেঙে গেছে। উপড়ে পড়েছে গাছপালা।

Lalmonurhat-(2)

কালীগঞ্জ উপজেলার কৃষক মিজানুর রহমান জানান, চরাঞ্চলের বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে জানা যায়নি।

লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক বিদ্যুৎ ভূষণ রায় বলেন, কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ধান ও ভুট্টাসহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে তালিকা তৈরির জন্য মাঠে কৃষি উপসহকারী পাঠিয়েছি।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে ইউএনওকে পাঠানো হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

রবিউল হাসান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।