এরশাদের নেতৃত্বে হবে নতুন বাংলাদেশ : মেয়র মোস্তফা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৪ মে ২০১৯

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। দেশের মানুষ দুই নেত্রীর পেছনে থেকে বুঝে গেছে তাদের পেছনে থেকে কোনো লাভ নেই। আজ দেশের মানুষ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এরশাদের নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমাদের প্রার্থীরা এলাকার মানুষের কাছে থাকেন। তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করেন বলেই জনপ্রিয়। অ্যাডভোকেট জুলফিকার তার প্রমাণ। মানুষের সুখে-দুঃখে তিনি দলমত শ্রেণিপেশা নির্বিশেষে সবার জন্য কাজ করেন। তাই এলাকার সব মানুষের উচিত তাকে আগামী দিনে সব ধরনের সহযোগিতা করা।

শনিবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে নব-নির্বাচিত বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Mizan-Pic-(2)

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর শিকদার লোটন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল।

বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় জাপা সদস্য ও যুব সংহতির সাধারণ সম্পাদক সোলায়মান সামী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নাসিম খান পিরু, মহিলা পার্টির সভানেত্রী ও পৌর কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, বিরল উপজেলা জাপা সভাপতি সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বীরগঞ্জ জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন ও বোচাগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হোসেন মোল্লা প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।