কলেজছাত্রীকে জড়িয়ে ধরার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৫ মে ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২য় আদালতের মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের এক ছাত্রী। মামলার শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সোবাহান মাস্টারের ছেলে হাসানুর রহমান (৩৫) এবং সাইদুল ইসলামের ছেলে মাহফুজ (১৯)।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করে মামলার বরাত দিয়ে জানান, ওই কলেজছাত্রী গরমের কারণে রাত ৯টার দিকে বাড়ির সামনে রাস্তায় হাটছিলেন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

তিনি বলেন, আসামিরা প্রায়ই তাকে রাস্তা-ঘাটে উত্যক্ত করতো। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। এ কারণে সে বাড়ি থেকে বের হতে পারতো না।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।