সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৬ মে ২০১৯
ফাইল ছবি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় র‌্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনে র‌্যাব সদস্যরা টহল দিতে গেলে তাদের ওপর দস্যুবাহিনী গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনদস্যু রানা বাহিনীর প্রধান পান্না ওরফে রানা (২৮), বাহিনীর সদস্য কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে র‌্যাব।

ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করেছে র‌্যাব। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে।

খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সোমবার সুন্দরবনের ওই এলাকায় র‌্যাবের একটি দল টহল দিতে গেলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বনে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ওই বনদস্যুদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়। তাদের লাশ ও ব্যবহৃত অস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হবে।

শওকত আলী বাবু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।