শ্রীমঙ্গলে ৪৩ বস্তা ভেজাল চা পাতা ও মরিচ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৩ মে ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সোনার বাংলা রোড থেকে ৪৩ বস্তা ভেজাল চা পাতা ও ভেজাল মরিচ জব্দ করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় মসলার মিলে কর্মরত শ্রমিক মিলন মিয়া, উজ্জ্বল কর ও উজ্জ্বল তাঁতী নামে তিনজনকে আটক হয়।

মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, মসলার মিলে নষ্ট হয়ে যাওয়া মরিচসহ ভেজাল মসলা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ভেজাল জিনিসগুলো জব্দ করা হয়েছে। আটক তিনজনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। তারা মসলার মিলের বাহিরে তালা দিয়ে ভেতরে এসব ভেজাল জিনিস তৈরি করতো।

রিপন দে/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।