থানার সামনে বিক্ষোভ
হবিগঞ্জে ইজিবাইক চালক সাবাজ মিয়া (২৭) হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে তারা শহরেও বিক্ষোভ মিছিল করেন।
তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, হত্যাকারী যত শক্তিশালী হোক তাকে গ্রেফতার করা হবে। আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস