পাচারের সময় কুড়িগ্রামে ৮৯৮ বস্তা চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৩ জুন ২০১৯

কুড়িগ্রামের উলিপুরে ২২০ বস্তা ভিজিএফের চালসহ ৮৯৮ বস্তা চাল কালোবাজারে পাচারের সময় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। চাল আটকের ঘটনায় উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে পৌর শহরের পেট্রোলপাম্প এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-১১৭৬) ভর্তি ৬৭৮ বস্তা চাল আটক করে। পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে চালক পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে ৬৭৮ বস্তা চালসহ ট্রাকটি থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই শহরের মসজিদুল হুদা মোড় থেকে ট্রলি ভর্তি আরও ২২০ বস্তা ভিজিএফের চাল আটক করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রলিবোঝাই ২২০ বস্তা চাল থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় ট্রাকচালক নজরুল ইসলাম (৩৫), ট্রলিচালক শাহাদৎ হোসেন (২২) ও ট্রাকের হেলপার আব্দুস ছালামকে (৫৫) আটক করা হয়েছে।

ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বলেন, ৬৭৮ বস্তা প্রোগ্রামের চাল যা কুড়িগ্রাম খাদ্য গুদামে যাচ্ছিল এবং বাকি ২২০ বস্তা চাল ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলুর নামে ভিজিএফের বরাদ্দকৃত চাল।

এ ব্যাপারে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বলেন, জব্দকৃত চালের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজমুল হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।