মুন্সীগঞ্জে দু’শ জন পেলেন ঈদ সামগ্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৪ জুন ২০১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আদর্শ রক্তদান সংস্থা, মুন্সীগঞ্জ’। সোমবার বিকেলে সদর উপজেলার পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংস্থার পরিচালক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাড. মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাচ্চু শেখ।

Munsiganj-1

এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাতিমাড়া পুলিশ ফাঁড়ির ওসি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী আ. সামাদ মিয়া, আ. সামাদ কবীর, জামাল উদ্দিন দেওয়ান ও ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাসসহ স্থানীয় গণ্যমান্যরা।

এ সময় অতিথিদের উপস্থিতিতে এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে সেমাই, চিনি, তেল, দুধ, পোলাওয়ের চাল ও অর্থ বিতরণ করা হয়।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।