গাইবান্ধার দুই উপজেলায় ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৪ জুন ২০১৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করেছে। মঙ্গলবার সকালে পলাশবাড়ীর ঘোড়াবান্ধা ও বেতকাপা ইউনিয়নের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা ও বেতকাপা ইউনিয়ানের রওশনবাগ পৃথক কতিপয় গ্রামবাসী ঈদ উদযাপন করেন। ঈদগাহের নির্দিষ্ট কোনো মাঠ না থাকায় নির্মাণাধীন মসজিদে এ নামাজ আদায় করা হয়। এছাড়াও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০ জন মুসুল্লি ঈদের নামাজে অংশ নেন।

মাওলানা আবুল কালাম আজাদ জানান, আমরা ৩ বছর যাবৎ এভাবে সৌদির সঙ্গে ঈদ উদযাপন করে আসছি। বিগত বছরগুলোর চেয়ে এবার লোকজন বেশি ঈদের নামাজ আদায় করছেন।

জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।