খাগড়াছড়িতে দুস্থদের মাঝে ঈদের পোশাক বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৪ জুন ২০১৯

সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে গরীব ও দুস্থদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের কদমতলীস্থ নিজ বাসভবনে তিনি সমবেত জনতার হাতে শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন পোশাক তুলে দেন।

ঈদবস্ত্র প্রদানকালে তিনি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।

khagrachori

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিণী মল্লিকা ত্রিপুরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহিনা আকতার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, যুবলীগ নেতা মেহেদী হাসান হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন ৫১ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন গুইমারা সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয় এবং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী উপস্থিত থেকে তাদের এ সহায়তা প্রদান করেন।

মুজিবুর রহমান ভুইয়া/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।