বজ্রপাতে বড় ভাই নিহত, ছোট ভাই আহত
ফাইল ছবি
বরগুনার আমতলী উপজেলায় বজ্রপাতে কাওসার মৃধা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই খাইরুল (৯)। বুধবার দুপুর ২টার দিকে আমতলী উপজেলার রায় বালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার মৃধা আমতলী উপজেলার রায় বালা গ্রামের হাবিব মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় দুই ভাই ঈদের দাওয়াত খাওয়ার জন্য পার্শ্ববর্তী বাড়ি যাচ্ছিল। এ সময় বজ্রপাতে কাওসার মৃধার মৃত্যু হয় এবং খাইরুল গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএআর/এমএস