দুই বাসের সংঘর্ষে পর্যটক নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পর্যটকবাহী একটি বাস মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পর্যটকবাহী বাসের এক পর্যটক নিহত হন। তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ওই পর্যটকের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস