ইউপি সদস্যের মেয়ের বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৩ জুন ২০১৯

মানিকগঞ্জের সিংগাইরে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। বুধবার সন্ধ্যায় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমত উল্লাহ ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ জানান, তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামে সাবেক এক ইউপি সদস্যের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই মেয়েকে বিয়ে না দেয়ার বিষয়ে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে তারা খুবই সোচ্চার। এ ধরনের সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হয়। বাল্যবিয়ের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।