পুলিশের চাকরিতে কারও সুপারিশ চলবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৫ জুন ২০১৯

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বরকতুল্লাহ খান বলেছেন, সরকার নির্ধারিত ১০০ টাকা দিয়েই পুলিশে চাকরি হবে নিশ্চিত। নিয়োগের ক্ষেত্রে ঘুষ লেনদেন সহ্য করা হবে না। কেউ নিয়োগ দেয়ার কথা বলে টাকা নিলে পুলিশকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

শনিবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন তিনি।

এসপি মো. বরকতুল্লাহ খান বলেন, আগামী ২৯ জুন সরকার নির্ধারিত ১০০ টাকার ব্যাংক ড্রাফটের মাধ্যমে সুনামগঞ্জে ২৫৫ জন ছেলে-মেয়েকে যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োগ দেয়া হবে। কোনো ব্যক্তি, সংগঠন ও সম্পর্ক কিংবা কারও সুপারিশে পুলিশে চাকরি হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বাছাই ও পুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। দালালদের কাছ থেকে সবাই সতর্ক থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সদ্যপদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মো. শহিদুল্লাহ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।