পাটক্ষেতে মিলল দুই যুবকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৮ জুন ২০১৯
ফাইল ছবি

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি পাটক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের পরানপুর-চকমহাদেবপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন (২২) ও রিমন হোসেন (২০)।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, তারা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাদের হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে উপজেলার ইসবপুর ইউনিয়নের পরানপুর-চকমহাদেবপুর গ্রামের আমজাদ হোসেনের পাটক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিয়াল তাদের মরদেহ কামড়ে নষ্ট করেছে।

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।