কামারখন্দে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ পিএম, ১৮ জুন ২০১৯

শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দে নৌকা ডুবিয়ে স্বতন্ত্র প্রার্থী শহীদুল্লাহ সবুজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৬২১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মতিন চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৭৮৯ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. সেলিম রেজা (ঘোড়া) ১৮ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে মোট ৭ জন ও ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্পা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।