মোবাইল চুরির অভিযোগে মারধর, কিশোরের আত্মহত্যা
পাবনার সাঁথিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে মাসুম (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করে স্থানীয় কয়েকজন যুবক। এ অপমান সহ্য করতে না পেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাসুম।
শুক্রবার সকালে উপজেলার মিয়াপুর গ্রামে বাছেদ ডাক্তারের আম গাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। নিহত মাসুম উপজেলার মিয়াপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
মাসুমের স্বজনদের অভিযোগ, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের টুকাইয়ের ছেলে বাবুর মোবাইল ফোন বৃহস্পতিবার দুপুরে চুরি হয়। চুরি যাওয়া ফোন উদ্ধারে মিয়াপুর গ্রামের হারুনের ছেলে মাসুমকে চোর অপবাদে আটক করে মারপিট করে বাবু ও তার সহপাঠীরা। চুরি ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে শুক্রবার সকালে বাড়ির পাশে বাছেদ ডাক্তারের আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাসুম। স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সাঁথিয়া থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাসুমের নানি তোতা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেগরের ছেলে সজীব, মুসার ছেলে সজলসহ ৭-৮ জন মাসুমকে ঘর থেকে ডেকে নিয়ে মারপিট করে। সকালে আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাসুমকে লোকজন দেখতে পায়।
এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মাসুমের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট ও স্থানীয়ভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরএআর/এমকেএইচ