শ্বশুরবাড়িতে ঘরজামাইয়ের ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২২ জুন ২০১৯
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মতিয়ার রহমান নামে এক ঘরজামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মতিয়ার রহমান একজন দিনমজুর এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের টেপরীর বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে পূর্ব-ধনিরাম গ্রামের টাংরু মামুদের বাড়ির একটি ঘরে তার জামাই দিনমজুর মতিয়ার রহমানের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মতিয়ার রহমান অসহায় হওয়ায় বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। এখানে তার স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে। কাজকর্ম কম থাকায় প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। ঘরজামাই হওয়ায় স্ত্রী তাকে দাম দিতো না।

এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট ও তদন্ত স্বাপেক্ষে এটি হত্যা না আত্মহত্যা তা বোঝা যাবে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।