সিজারিয়ানকে নিরুৎসাহিত করতে উপহার সামগ্রী চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২২ জুন ২০১৯

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে প্রসূতি মা ও শিশুর জন্য উপহার সামগ্রী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

প্রসূতি মাকে হাসপাতালে এসে নরমাল ডেলিভারিতে উৎসাহিত করা, সিজারিয়ানকে নিরুৎসাহিত করা এবং প্রসবকালীন ঝুঁকি না নিয়ে হাসপাতালে এসে প্রসব করায় উৎসাহিত করতে এ কর্মসূচি চালু হলো।

শনিবার দুপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শাড়ি, মশারি, তোয়ালা এবং নবজাতক শিশুর জন্য দুই সেট জামা উপহার দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, এখন কিছু মানুষ হাসপাতালে না এসে সচেতনতার অভাবে ঝুঁকি নিয়ে বাড়িতে প্রসূতি মায়ের প্রসব করাচ্ছেন। এ সময় প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অবস্থা থেকে উত্তোরণের জন্য এ কর্মসূচি গ্রহণ করেছেন। গর্ভবতী মায়েদের প্রসবের আগে ও পরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাতৃকালীন ভাতা চালু করা হয়েছে।

তিনি চিকিৎসকসহ প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসা ও সেবা কাজে জড়িত সবাইকে তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরও যত্নবান হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আর একটিও প্রসূতি মা বা নবজাতকের মৃত্যুর কথা শুনতে চাই না।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, এডিসি জেনারেল মো. জয়নুল আবেদীন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খইরুল কবির, সহকারী পরিচালক ডা. মো. শাহদাত হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি, সিভিল সার্জন আব্দুল কুদ্দুস, কলেজের সহকারী অধ্যক্ষ ডা. মো. আব্দুস সালাম, দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক স্টেফিন মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, আবাসিক সার্জন ডা. মো. আসিফ ইকবাল প্রমুখ।

এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।