গজারিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২২ জুন ২০১৯
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা মানিক মিয়ার ছুরিকাঘাতে চাচা আনসার আলী (৫৯) নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশঁগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনসার আলী ছেলে মেহেদি হাসান জানান, আমার ফুফু রবি বেগম (নিহত আনসার আলীর বোন) সম্প্রতি তার ভাগের জমি আমার চাচাতো ভাই তালেব আলীর কাছে বিক্রি করে। সেসময় ওই দলিলে সাক্ষী হয়েছিলেন আমার বাবা। ওই সাক্ষী হওয়ায় কাল হয়ে দাঁড়ায় আমার বাবার জন্য। এতে ক্ষোভে অপর চাচা মঞ্জুর আলীর তিন ছেলে, মাহবুবুল হোসেন, মামুন মিয়া ও মানিক মিয়া এবং ভগ্নীপতি ইসমাইল হোসেন আমার বাবাকে দুপুরে মারধর করে। এক পর্যায়ে মানিক মিয়া আমার বাবার বুকের মধ্যে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহয়তায় বাবাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার আরশাদ কবির জানান, ঘটনাস্থলেই আনসার আলীর মৃত্যু হয়েছে।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতকদের আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ।

ভবতোষ চৌধুরী নুপুর/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।