৮ হাজার ইয়াবাসহ পুলিশের এসআই আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৩ জুন ২০১৯

ঠাকুরগাঁওয়ে আট হাজার পিস ইয়াবাসহ পীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল ও তার এক সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে নিজ বাড়ি থেকে এসআই হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে আটক করা হয়।

ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই হেলালের বাসা থেকে আট হাজার পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী মানিককে আটক করা করেছে। এখনও অভিযান চলছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও মাদক উদ্ধার হতে পারে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এটি থানার জন্য একটি নিন্দনীয় বিষয়। ওই এসআইয়ের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিউল এহ্সান রিপন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।