রাইচ মিলের ধানের বস্তায় মিলল আগ্নেয়াস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৫ জুন ২০১৯

কক্সবাজারের টেকনাফে একটি রাইচ মিলে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় দেশীয় তৈরি ৪টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গীখালীতে হেলালের মালিকানাধীন ভাই ভাই রাইসমিলে এ অভিযান চালানো হয়।

আটক আফসার কামাল (২৭) কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার মো. ফরিদ আহাম্মদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খাঁন মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর হেলাল উদ্দিনের মালিকানাধীন ভাই ভাই অটোরাইচ মিলে বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ী দেশীয় অস্ত্র হাতবদল করছে এমন খবর পেয়ে ২-বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়।

এ সময় রাইচ মিলের ধানের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা দেশীয় তৈরি ৪টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় এবং এসব অস্ত্র মজুদের অপরাধে অস্ত্র ব্যবসায়ী আফসারকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।