হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ জুন ২০১৯

সমঝোতার মাধ্যমে গঠিত হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী। আর সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী।

শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে তাদের নাম ঘোষণা করেন সহকারি নির্বাচন কমিশনার এমএ মজিদ।

এর আগে বিদায়ী সভাপতি প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, আলমগীর খান, রাশেদ আহমদ খান, সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, আবুল ছালেহ নূরুজ্জামান চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, শরীফ চৌধুরী, মোহাম্মদ নূর উদ্দিন, মোশাহিদ আলম, আব্দুর রউফ সেলিম, ইলয়াস আলী মাসুক প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।