কুড়িগ্রামে ১১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৭ জুলাই ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রায় ১১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচাকাটা থানার বটতলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালারহাট এলাকার ছোমাদ আলীর ছেলে মাহাবুব আলী এবং পশ্চিম বালারহাট এলাকার সাবান মন্ডলের ছেলে আমিনুর ইসলাম।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৩ এর একটি টহল দল কচাকাটা থানার বটতলা বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে মাহবুবের পকেটে ৫০০ এবং আমিনুরের পকেটে ৫৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় রোববার সকালে র‌্যাব-১৩ এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে আটকদের সোপর্দ করেন।

কচাকাটা থানার ওসি মামুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাজমুল হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।