শ্রীমঙ্গলে তক্ষকসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৮ জুলাই ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরতলীর শান্তিবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন মো. মোশাহিদ মিয়া (৩৫), আলি হাসান মাসুক (৩০), আব্দুস ছালাম (৫৫), মো. আফরোজ মিয়া (৩৫) ও মো. কাউছার মিয়া (২৪)।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শহরের শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে রাখা একটি তক্ষকসহ ওই পাঁজজনকে আটক করে।

আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ২৪ এর (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানন তিনি।

রিপন দে/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।