মাঠের ভেতর নারীর মাথাবিহীন লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১২ জুলাই ২০১৯
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাসিমা খাতুন (৩০) নামে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার পদ্মা নদীর পূর্বপাশের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাসিমা খাতুন দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম কচি জানান, সকালে পদ্মা নদীর পূর্বপাশের মাঠের মধ্যে বোরকা পড়া অবস্থায় এক নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারীর পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেছে। পরিবারের কাছ থেকে জানতে পারি তিনি ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আল মামুন সাগর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।