বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাচোল উপজেলার সূর্যপুর কাচারীপাড়ার রজব রজব আলীর ছেলে মাইনুল ইসলাম কালু (৩৫) ও ফতেপুর ইউনিয়নের বাঁশবেড়া পাহারপুর গ্রামের গোলাম কবিরের ছেলে আরমান আলী (৩০)।

এদিকে বজ্রপাতের বিকট শব্দে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চার শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বুধবার দুপুর ১টার দিকে জমিতে কাজ করার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে একরামুল হক কালু ও আরমান আলী ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে বজ্রপাতের বিকট শব্দে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরা সকলেই দশম শ্রেণির শিক্ষার্থী।

মো. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।