ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৫ জুলাই ২০১৯

কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদারকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমুয়া হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়ের জামাই মো. জাকির হোসেন গোলদার জানান, রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ফোরকান। পথে আমুয়া পূর্বপাড় ব্রিজের কাছে পৌঁছলে (হাসপাতাল রোড) আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন আমিরুল ইসলামের কোমরের পেছনে (নিচে) এবং হাতে গুরুতর জখম হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. এনামুল হক জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক হামলার সঠিক কারণ জানা যায়নি।

তিনি আরও বলেন, আমিরুল ইসলাম সর্বদা সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে বেশ তৎপর ছিলেন। এর জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।