আঙিনায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৭ জুলাই ২০১৯
ফাইল ছবি

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে বন্যার পানিতে ডুবে জয় সরকার (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আদমপুর গ্রামের বিজয় সরকারের একমাত্র ছেলে জয় সরকার শনিরার সকাল ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলা করার সময় বন্যার পানিতে পড়ে যায়। প্রতিবেশী শিশুরা তা দেখে চিৎকার শুরু করে।

পরে পরিবারের লোকজন অনেকক্ষণ পানিতে তল্লাশি করে জয়কে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।