জাজিরায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৮ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরায় বন্যার পানিতে ডুবে আরিয়ান নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। রোববার দুপুর দেড়টার দিকে জাজিরা পৌরসভার ৪নং ওয়ার্ডের মতিসাগর মোলভীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আরিয়ান এই এলাকার রাজু সিকদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অজান্তে বাড়ির পেছনে বন্যার পানিতে খেলতে গিয়ে ডুবে যায় শিশু আরিয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফি মোহাম্মদ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে তার স্বজনরা তাকে নিয়ে গেছে।

মো. ছগির হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।