এক বছরের সাজায় দেড় বছর ধরে জেলে তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০১ আগস্ট ২০১৯

বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে জতিন্দ্র নাথ দাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের বিচারিক হাকিম মেহেদী হাসান এ দণ্ডাদেশ দেন।

জতিন্দ্র নাথ ভারতের ভাগলপুর জেলার লদিপুর থানার উস্ত গ্রামের সীতারাম দাসের ছেলে। দণ্ডাদেশ এক বছর হলেও দেড় বছরেরও বেশি সময় ধরে জেল খাটছেন তিনি। আইনি জটিলতার কারণে কারাগার থেকে বের হয়ে দেশে ফিরে যেতে পারছেন না জতিন্দ্র নাথ।

আদালতের সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম বলেন, ২০১৭ সালের ১৮ নভেম্বর ছাতিয়ানতলা বাজার থেকে জতিন্দ্র নাথ দাসকে গ্রেফতার করে বাগাতিপাড়া থানা পুলিশ। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোস্তম আলী একই বছরের ২৩ নভেম্বর জতিন্দ্র নাথের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাকে ওই দিনই নাটোর কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ময়নুল হক একই বছরের ৩০ নভেম্বর জতিন্দ্র নাথের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন আদালত। রায়ে জতিন্দ্র নাথকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। পরে তাকে আবারও জেলা কারাগারে পাঠানো হয়।

সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম আরও বলেন, রায়ে উল্লেখিত দণ্ডাদেশপ্রাপ্ত জতিন্দ্র নাথের কারাবাস থেকে বাদ যাবে। এ হিসাবে জতিন্দ্র নাথ নির্ধারিত সাজার চেয়ে আরও সাত মাস বেশি কারাভোগ করেছেন। তাকে এ মুহূর্তে মুক্তি দিতে পারেন আদালত। কিন্তু কারাগার থেকে বের হলে আবারও তাকে গ্রেফতার করবে পুলিশ। কারণ তার পক্ষে কোনো জামিনদার বা অভিভাবক নেই। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশন ও মানবাধিকার কমিশনের এগিয়ে আসার আহ্বান জানাই।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।