বনভোজনের নৌকার মাঝি নদীতে পড়ে নিখোঁজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৩ আগস্ট ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে বনভোজনের নৌকা থেকে শাহিনুর রহমান (৪০) নামের এক মাঝি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার হাজীপুর গ্রামে।

এলাকাবাসী জানান, সাভারের আশুলিয়ার থানার গেন্ডাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ইঞ্জিন চালিত নৌকাযোগে বনভোজনে যান মির্জাপুর। তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি ফিরছিলেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মির্জাপুরের লৌহজং নদীর মীর দেওহাটা এলাকায় নৌকা থেকে শাহিনুর হঠাৎ পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তি সাঁতার জানতেন। তবে পানিতে পড়ার সময় হয়তোবা তিনি আঘাত পেয়েছেন। এ জন্য নিখোঁজ রয়েছেন।

এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এস এম এরশাদ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।