টঙ্গীবাড়ী ছাত্রলীগের সভাপতি খালিদ সম্পাদক দিপু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৫ আগস্ট ২০১৯

আগামী এক বছরের জন্য মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রলীগ। গত ৩১ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেলের স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির সভাপতি করা হয়েছে খালিদ হাসান খান ও সাধারণ সম্পাদক করা হয়েছে দিপু মাঝিকে। আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা ছাত্রলীগের দফতরে জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

কমিটি সম্পর্কে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল জানান, আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। সম্মেলন করার জন্য অনেকবার চেষ্টা করেও আয়োজন করা যায়নি। ছাত্রলীগের মূলনীতি অনুসরণ করেই এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নতুন কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগের অনেকগুলো কমিটির চেয়ে এই কমিটি অনেক বেশি সাংগঠনিক হবে। আশা করছি আওয়ামী লীগ, যুবলীগ এই নেতাদের সঠিক দিকনির্দেশনা দিয়ে পাশে থাকবে।

BSL

নতুন সভাপতি খালিদ বলেন, স্কুল থেকেই ছাত্রলীগ করি, আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম এবং জেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলাম। জেলা ছাত্রলীগ আমাকে যোগ্য মনে করেছে বিধায় এই মহান দায়িত্ব অর্পণ করেছে। আশা করছি মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে গতিশীল ও শক্তিশালী শাখা হবে এই টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগ।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।