বজ্রপাতে বড় ভাই নিহত, ছোট ভাই আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৬ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরল উপজেলায় নিজের জমিতে আমন চারা তোলার সময় বজ্রপাতে ভাই নিহত ও ছোট ভাই আহত হয়েছেন।

নিহত আবু বক্কর (৩০) বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বেণীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই মোতালেব হোসেন (২৮)। তিনি বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।

ইউপি সদস্য শামসুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দুই ভাই আবু বক্কর ও মোতালেব হোসেন বাড়ির পাশে বীজতলা থেকে আমন চারা তুলছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু বক্কর মারা যায় এবং মোতালেব হোসেন আহত হয়।

বিরল থানা পুলিশের ওসি গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।