লক্ষ্মীপুরে ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০১৯

লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার তেরবেকি এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। মনির লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার শাহ আলমের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু মুসা ১৫০ পিস ইয়াবাসহ মনিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সদর উপজেলার উত্তর টুমচর গ্রাম থেকে ইয়াবাসহ হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি গ্রেফতারি পরোয়ানাভূক্তসহ ৫টি মাদক মামলা রয়েছে।

শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর টুমচর গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কাজল কায়েস/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।