স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মগোপনে গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২১ আগস্ট ২০১৯

স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না রাজশাহীর গৃহবধূ পারুল রাণী হলদারের (৩০)। এর জেরে ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন তিনি। এরপর প্রায় চার মাস আত্মগোপনে ছিলেন ওই গৃহবধূ।

অবশেষে মঙ্গলবার রাতে নাটোর জেলার বড়াইগ্রামের ভাইয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ।

পারুল রাণী হালদার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়া হলদারপাড়ার সঞ্জিত হলদারের স্ত্রী। নিরুদ্দেশ হবার পর গত ২৭ মে থানায় সাধারণ ডায়েরি করেছিলে তার ভাই।

স্বামী সঞ্জিত হালদারের ভাষ্য, ৮ মে সকালে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যাবার উদ্দেশে ছেলেকে নিয়ে বেরিয়ে যান পারুল। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সবখানেই খোঁজ করার পরও তাদের সন্ধান পাননি তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, রাত ২টার দিকে ওই নারীকে তার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে তার ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছে।

ওই নারীর বরাত দিয়ে ওসি বলেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলেকে সঙ্গে নিয়ে ঘর ছেড়েছিলেন তিনি। এরপর থেকে ঢাকায় অবস্থান করছিলেন ওই গৃহবধূ। তবে মাঝে মধ্যেই তিনি তার ভাইয়ের বাড়িতে আসতেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল। কিন্তু সঞ্জিত হালদারের কাছে স্ত্রী-সন্তানের খোঁজ ছিল না।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।