বোর্ডিংয়ে মিলল বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ আগস্ট ২০১৯
ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার ভাই ভাই রাজশাহী পাবনা বোর্ডিং থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারনা, ওই বৃদ্ধ দিন মজুরের কাজ করতে এ এলাকায় এসেছিলেন। তবে বাড়ি কোথায় কেউ তা বলতে পারছেন না।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত করামকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়ায় ভাই ভাই রাজশাহী পাবনা বোর্ডিং থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পকেটে তিনটি ফোন নম্বর ছিল।

তিনি আরও বলেন, পরিচয় জানার জন্য সেই নম্বরগুলোতে কল দেয়া হয়েছিল। যার মধ্যে একটি নম্বর দৌলতদিয়ার এক পতিতার, একটি গোয়ালন্দ বাজারের এক চিকিৎসকের, আরেকটি স্থানীয় এক গৃহস্থের। যার বাড়িতে পাট ধোয়ার কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

রুবেলুর রহমান/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।