ভারতে চিকিৎসা সেবার তথ্য মিলবে ব্রাহ্মণবাড়িয়ায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩১ আগস্ট ২০১৯

ভারতের হায়দারাবাদের গ্লেনেগেলস গ্লোবাল হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবাসহ সার্বিক বিষয়ে তথ্য দিতে ব্রাহ্মণবাড়িয়ায় সেবা কেন্দ্র খোলা হয়েছে। শহরের সমবায় মার্কেটে চালু হওয়া সেইফ হেলথ কেয়ার নামের এই সেবা কেন্দ্র থেকে ভারতে চিকিৎসা সংক্রান্ত সব তথ্য পাবেন রোগী ও স্বজনরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে গ্লেনেগেলস গ্লোবাল হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীরা চাইলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাসপাতালটির মহাব্যবস্থাপক কৌশিক গুহ।

তিনি বলেন, বাংলাদেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে গিয়ে রোগীরা যেন প্রতারণা কিংবা দুর্ভোগের শিকার না হন সেজন্যই আমরা সেবা কেন্দ্র খুলেছি। এ সেবা কেন্দ্র থেকে রোগীদের বিনামূল্যে সব তথ্য সরবরাহ করা হবে। ভাতরে যাবার আগেই রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য দেবে আমাদের হাসপাতাল। রোগীদের জন্য থাকার ব্যবস্থাও করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে গ্লেনেগেলস গ্লোবাল হাসপাতালের অর্থোপেডিকস্ ও জয়েন্ট রিপ্লেসম্যান্ট বিশেষজ্ঞ চিকিৎসক ভেনকাট্রামানা ভেমোরি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও সেইফ হেলথ কেয়ারের পরিচালক তানভীর আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।