ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় তাজুল ইসলাম (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাস ও চালক মো. কামালকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। তাজুল ইসলাম গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত হোসেন আলির ছেলে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মো. তাজুল ইসলাম নামে এক বৃদ্ধ পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এই ঘটনার পর ঘাতক বাস ও চালক মো. কামালকে আটক করা হয়েছে। বাসের কাগজপত্র ঠিক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।